আনন্দ শোক তাপ সর্বক্ষেত্রে
বিরাজমান সে নিজ মহিমার পরিচয়ে,
মন্দির, মসজিদ, নিত্য পূজার ঘরে
শোভার আঁধার সে সর্বজয়ে ।


বহু নামের সুগন্ধিতে পরিচিতি তার
কখনো সে চন্দন, কখনো জুঁই,
কখনো গোলাপ, আরো কত কি
সন্ধ্যা আরতির স্নিগ্ধতায় তারে ছুঁই ।


গৃহেতে সদা ইতিবাচকতা বজায় রেখে  
মন:সংযোগ বৃদ্ধি ঘটায় ধূপের সুবাস,  
সুখ ও মানসিক শান্তি নিয়ে এসে
মন-প্রাণ চলে যায় হৃদয় ছুঁয়ে সুদূর প্রবাস ।


বিজলা গাছের ছালের গুঁড়োয় তৈরি
ধূপের আসল রঙে লাগে গুঁড়া-কয়লা,
রঙিন-ধূপে প্রলেপ পরে সুগন্ধী রংয়ের
সব মিলে পরিচ্ছন্ন করে মনের ময়লা ।


প্রাচীন যুগ হতে ঘরে-ঘরে ধূপ
অপরিহার্য দেব আরাধনার মহিমায়,
প্রফুল্ল-প্রশান্তিতে অমলিন সুগন্ধের  সৌন্দর্য
আজও অপরিবর্তিত প্রয়োজনীয়তার গরিমায় ।


বহুগুণ বহন করে নিয়ে
দূষিত বায়ুতে সুবাস আনে ভরে,
মশা তাড়ানোর হাতিয়ার হয়ে
সে আবার আদরিত হয় সবার ঘরে ঘরে ।।
        *****