পাহাড়ের কোল ঘেঁষে রক্তিম আভায়
নতুন দিনের নতুন সূর্য, ঘুঁচায় আঁধার নিশা,  
পাহাড়-ঘেঁষা নদীর জলের প্রতিচ্ছবির প্রভায়  
নীড় ছেড়ে পাখি দেখে আপন পথের দিশা ।


কল-কাকলিতে ভরে যায় নতুন দিনের আকাশ
প্রকৃতি মেলে ধরে ডানা নিজস্ব অপরূপ ছন্দে,
প্রাণচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ভোরের বাতাস
মনে আসে স্নিগ্ধতা-ভরা প্রফুল্লতা, প্রকৃতির আনন্দে ।।
             *****