দিনের পর রাত, রাতের পর দিন  
আলোর পর আঁধার, আঁধারের পর আলো,  
দুঃসময়ের পর সুসময়,
সুসময়ের পর দুঃসময়ের কালো ।


সমাজ-সংসার, প্রাণীকুল, প্রকৃতি
সর্বকুল হয় দুঃসময়ের মুখোমুখি
অর্থকষ্ট, বিবাদ, ঝড়-ঝঞ্ঝা
সবই আসে জীবনে করে অসুখী ।  


সুসময়ের মতো দুঃসময়ও আসে প্রতি পদে পদে
থেমে থাকা নয় বন্ধু, এগিয়ে চল দুঃসময় নিয়ে সাথে  
জগতে চলতে গেলে পেরোতে হবে অন্ধকারময় পথ  
ফুলে তো কাঁটা থাকবেই, রক্ত ঝরবে হাতে ।


জীবনে যতই আসুক ঝড়
স্বাভাবিক কিংবা অস্বাভাবিক বিপর্যয়
মনের সাহস আর উজ্জীবনে
ভেঙ্গে দিতে হবে সব বিঘ্নতার আলয় ।


***