তার ডাকে সাড়া দিতে এসেছিলেম
ধূসর পাহাড়ের কিনারে
চাঁদের কান্তি এঁকেছিল পথের রেখা
পথের রেখা দেখিয়েছিল আলাদীনের দিশা ।

বনময়ূরীর পেখমের ঝাঁপটা
দিয়েছিল অজানা সংকেত
দূরের অচেনা গর্জন
সঞ্চারিত করেছিল অভূতপূর্ব শিহরণ ।

মুখোশের আড়াল ভেদ করে
আত্মপ্রকাশ করেছিল
এক ধুলোমাখা মলিন ক্যাকটাস  
হেসে নুইয়ে পড়েছিল বুকের মাঝে ।  

ক্যাকটাসের কাঁটার আঘাতে
বিস্ময়ে হতবাক হয়ে  
প্রশ্ন রেখেছিলেম তাকে
এ কোন ভালোবাসা ?