এই ভালোবাসার দিনে
মনে পড়ে
তুই বলেছিলি “জানিস আজ ভ্যালেন্টাইন্স ডে”,  
একরাশ টুকটুকে পলাশে
সেদিন ভরিয়ে দিয়েছিলি আমার দুটো হাত
আমি দু’হাতের ফুলগুলো দিয়েছিলেম
ছুঁড়ে তোর সারা শরীরে,
আমার হাত ধরে ছুটে গিয়েছিলি
সবুজ ধানক্ষেতের সারি ধরে
অনেক দূরে ছোট্ট দীঘির পাড়ে ।

আজ আবার অনেক বছর পর
নীল আকাশের সোনাঝরা রোদের
জড়িবুটি মেখে
ক্যালেন্ডারের পাতা ফিরিয়ে দিয়েছে সেই দিনে ।
তুই আজ অনেক দূরে
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে,  
সযত্নে তুলে রেখেছি
লাল পলাশ আর তার পাপড়িগুলো
তোর স্পর্শে উজ্জিবিত হবে ভালোবাসার রঙে,
দু’জনে আবার হারাবো
ছেলেবেলার স্মৃতি নিয়ে
ধানক্ষেতের সারি পেরিয়ে
সেই ছোট্ট দীঘির পাড়ে
এই ভালোবাসার দিনে ।।


        ***


( 'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষ্যে কবিতাটি লেখা )