এক মুঠো রোদ্দুর গায়ে মেখে
চলো না হারাই ধানের ক্ষেতের মাঝে
ঝিরঝিরে পাতা ঝরানোর সবুজ হেমন্তিকায়  
উন্মুক্ত মন সেজেছে আজ জিনিয়া মল্লিকার সাজে ।


একমুঠো রোদ্দুর গায়ে মেখে
চলো না ভেসে চলি তটিনীর কলকল তানে
পাখিরা মেলেছে ডানা, অজানা কলকাকলিতে  
মনের অলিন্দে গেঁথেছে স্নিগ্ধতা, মধুমালার নতুন গানে ।


একমুঠো রোদ্দুর গায়ে মেখে
চলো না হেঁটে যাই মসৃণ পথ ধরে অনেক দূরে
সুরকি ঢালা লাল সীমানা পেরিয়ে ছোট্ট এক নীড়ে
যেথায় রচিত হয় শান্তির বাণী, মিশ্র রাগিণীর সুরে ।  


একমুঠো রোদ্দুর গায়ে মেখে
চলো না খুঁজি হৃদয়ের গভীরে অনাবিল আনন্দ, ভুলে সব গ্লানি
হিংসা-দ্বেষ দূর করে, ভালোবাসা জাগায় মানবতার বন্ধনে
যেখানে ঐক্যের বাঁধ বাঁধে, শোনায় শুধু ভরসার বানী ।।