পলাশের বনে লেগেছে আগুন
দিগন্তে মেলেছে লাল ডানা আনন্দে,
লাল মেঠো পথ ধরে অজানা টানে
মন ছুটে যায় পরমানন্দে ।


সোনাঝরা রোদে পাতার মর্মর তানে
নতুন রাগ-রাগিনী ওঠে ভেসে,
মৃদুমন্দ বাতাসের ঢেউয়ের তালে
পিউকাঁহা গায় কুহু কুহু হেসে ।


রক্তিম দিগন্তের সামিয়ানার ছায়ায়
এসেছে হোলি, রঙে রঙে ডাল ভরে  উচ্ছলতায়,
থাকবে না কোনো ভেদাভেদের সীমারেখা
ভালোবাসা ভরে উঠবে স্নিগ্ধ পরিপূর্ণতায় ।


নতুন বসন্তের মধুমাখা মধুপের বিতানে
ফাগুন সাজায় কৃষ্ণচূড়া শিমুল পলাশের সম্ভার,
মনমোহিনী লাল আবিরের ছোঁয়ার রাগ-অনুরাগ
ফিরে ফিরে আসে ফাগুনের আঙ্গিনায় বারংবার ।।
          ******