প্রাক বসন্তের এক সন্ধ্যায়
প্রথম দেখেছিলেম তোমায়
আলো আঁধারিতে গাছগাছালির ফাঁক দিয়ে
লুকিয়ে দেখেছিল আসমানি চাঁদ,  
মৃদু অথচ উজ্জ্বল মিষ্টি আলোয়
ঝলমল করছিল তোমার দু’চোখের তারা
এক গোছা বন হাসনুহানার মৌ গন্ধে  
আমায় বেঁধেছিলে প্রেমের ডোর,
বনের ছায়াপথের শেষে
ছড়িয়ে পড়েছিল কবিতার অজস্র পাতা
হাতে হাত রেখে নতুন বাঁধনে
গেঁথেছিলে নবরূপের পূর্ণতা-মালা,  
আজ আবার এক প্রাক বসন্তের সন্ধ্যা
নীরবতা পেরিয়ে গেছে অনেক পথ
গাছগাছালির ফাঁকে সেই প্রাক বসন্তের আবেশে  
ফিরে খুঁজি তোমায় লুকোচুরি আলোয়  ।।