গোধূলির শেষ রক্তরাগের ছটায়
লালাভ আস্তরণে ডুবেছিল দুটি মন,
এক বসন্ত রাঙা আমেজে
প্রতিশ্রুতি-বদ্ধ হয়েছিল তারা ভালোবাসায় ।
সাক্ষী ছিল দিঘির ছল-ছলে জল
আর তার মাঝে টলমলে দুটি প্রতিচ্ছবি,
লাল পলাশের ঝরা মায়াবিতানে  
প্রেমের রাগ-অনুরাগে
বলেছিল তারা ফাগুন-বাতাসের কানে কানে
ভাসমান একটি কথা 'ভালোবাসি’ ।
ঘনিয়েছিল মোহময়ী আঁধার,
বাঁকা এক ফালি চাঁদের পরশ-মোহে
আচ্ছন্ন হয়েছিল দুটি অনাবৃত মন ।


অনেক গোধূলি পেয়েছে তার অস্তরাগের ছোঁয়া
অনেক বছর হেঁটে গেছে কত বসন্তের পথ
প্রতিশ্রুতির 'ভালোবাসা' রাখেনি কোন কথা,
'টেমস'-এর অমোঘ টানে
সাত সমুদ্দর তেরো নদী পাড়ি দিয়ে
অন্তর্হিত হয়েছিল ফাগুন ।
বসন্তে এখনও ফোঁটে লাল পলাশ ফুল
দিঘির জলে চিকচিক করে প্রতিশ্রুতির প্রতিচ্ছবি,
চাওয়া-পাওয়া হা-হুতাশ করে 'ভালোবাসা'-র ব্যর্থতা-কক্ষে ।
হতে পারে নি তারা একে অপরের পরিপূরক,
শুধু গোধূলির আমন্ত্রণে সাড়া ফেলে দেয়
দুটি শব্দ 'প্রতিশ্রুতি' আর 'ভালোবাসা' ।
               ********