মাথার উপর আগুন গোলা, সূর্যি-মামার তেজে কাবু ধরাতল  
যাচ্ছে বাবুর বেজায় ধকল, নেই তো কোথাও জলের কল।
উঠছে নাভিশ্বাস  হয়ে কুপোকাত    
জিভ বেরিয়ে এক হাত,
এগোয় না পা, হাঁপায় বাবু, মনে হচ্ছে যাচ্ছে সব রসাতল।।
               ***