মনের সুখের পরশে ঘেরা
গ্রামটি আমার বড়ই আপন
ভেদাভেদ ভুলে থাকবো মোরা
ছোট বড় সবাই মিলে করেছি পণ ।
সোনার বরণ নিয়ে রবি ওঠে
পূব আকাশের কোলে
পাখির কলকাকলিতে ঘুম ভেঙ্গে যায়  
সাতসকালে নতুন হাসির বোলে ।
ধানের শীষের আগায় নির্মল হাওয়ায়        
নাচে ফড়িং নাচে কত রং-বেরঙের পাখি
কাঠবেড়ালিরা দুষ্টুমি করে গাছের ডালে
রঙিন পাখা মেলে প্রজাপতি বাঁধে বুনোফুলে রাখী ।
গোধূলি বেলায় কনে দেখা আলোয়
তাল, সুপারি, নারকেল গাছের ফাঁকে
সাঁঝের আঁধার নেমে আসে
লাল মাটির রাস্তা আর বন-রাজির বাঁকে ।  
গান গেয়ে মাঝি দাঁড় টেনে যায়    
ছোট্ট নদীতে ছলাৎ ছলাৎ তানে
শাপলা কচুরিপানা ভেসে চলে যায়      
মোহনার দিকে জলের স্রোতের টানে ।              
চাঁদ ওঠে হেসে গগন মাঝে
ঘিরে তারে নক্ষত্রের সারি সারি
জোনাকি গাঁথে দীপের মালা
বাতাসে বনহাস্নুহেনার সুবাস ভারী ।
নিকানো উঠোনে তুলসী তলায়  
সন্ধ্যা-প্রদীপ জ্বালে বধূবালা
কৃষক ফেরে কাজের শেষে
নিজের আবাসে শান্তির নিরালা ।
মনের সুখের পরশে ঘেরা
গ্রামটি আমার বড়ই আপন
ভেদাভেদ ভুলে থাকবো মোরা
ছোট বড় সবাই মিলে করেছি পণ ।


       *********