হে কাণ্ডারি –
রুদ্ধ কারাগারের
লৌহ কপাট ভেঙ্গে
জ্বালালে আলো যুবা চেতন    
গান-কবিতা-ছড়ার ছন্দে মুখরিত
বাংলার আকাশ বাতাস মরুদ্যান,  
চিত্র-পর্দার নির্বাক চরিত্র করে
অবিস্মরণীয় শুকতারা হয়ে
রুমঝুম নেচে চলে গেলে নীল দিগন্তে,  
সাহিত্য-জ্যোতির প্রজ্বলিত শিখায়
হারিয়েছিলে মৃত্যুর দুঃস্বপ্ন
ভেদাভেদের জাল ছিন্ন করে
বেঁধে দিলে এক নতুন ঐকতান    
তাই লিখেছিলে -
একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু-মুসলমান
হে কাণ্ডারি লহ প্রণাম ।।  


    ********  

( বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিনে
  বিনম্র শ্রদ্ধাঞ্জলি )