এক বসন্ত বেলায় শুরু হয়েছিল
'হঠাৎ দেখা'-র প্রেম-কাব্য লেখা,
সবুজ বনরাজির মাঝে ‘ভালোবাসা’  
পেয়েছিল অসংখ্য পলাশের দেখা ।


পলাশ-ভালবাসার মধুর সংমিশ্রনে
পিউকাঁহারা গেয়েছিল বসন্তের গান,
আকাশ মেতেছিল সাতরঙা আবিরে
বাতাস বেঁধেছিল নতুন সুরের তান ।


হঠাৎ দেখায় ছিলনা বিলুপ্ততা
সব ক্লান্তির শেষে,
অফুরন্ত ভালোবাসার বন্ধনে
বেঁধেছিল ওরা নবরাগের বেশে ।


হঠাৎ সে দেখায়
হাতে হাত মিলিয়েছিল তারা,
ছুটেছিল নতুন উদ্যমের দিশায়
মুগ্ধতায় বিহ্বলতায় ছিল নজর কাড়া ।


হঠাৎ সে দেখায় ছিল
দুটি চোখের অফুরন্ত আশা,
গড়েছিল তারা এক স্বপ্ন-জগৎ
আবেশ মাখানো স্নিগ্ধতার অপরূপ ভাষা ।


হঠাৎ সেদিনের দেখায়
হয়েছিল মন-ব্যথার অবসান,
স্বপ্ন হয়েছিল সফল বাস্তবায়িত
শান্তির বারিধারায় শান্তি পেয়েছিল শ্মশান  ।


সে দেখায় শেষ হয়েছিল
না পাওয়ার অনেক অভিমান,
অজস্র চোখের জলের দামে
ভেঙেছিল ভালোবাসার আত্মাভিমান ।
         ******