ভরা জ্যোৎস্নার আলোয়
কে তুমি অপরূপা...?
মোহময়ী ছন্দের মাধুরীতে
কে তুমি দিশেহারা … ?  
আকাশের ওপারে সামিয়ানার নীচে
ওরা কারা... ?


বনবিতানের উচ্ছ্বাসে
সারা রাতের বাসরে জেগে রয়  
বেলি-জুঁই-মালতী-মাধবীলতার দল,  
মদিরাপানের নেশায়
চাতক পাখি চায় আকাশ পানে
রাত প্রহরের এক ঝলক স্মৃতির স্পর্শে,
সুগন্ধি নেশার আচ্ছন্নতায়
বুদবুদ করে দেয়
ঝলমলে মধ্যরাতের শেষ,

প্রলুব্ধ করা সাজ-সজ্জা আয়োজনে  
ধরা দিয়েও সে অধরা... ?  
আরও ঝলমলে মধ্যরাতের শেষে
স্মৃতির পরশ পেয়েও তাঁকে যায় না ছোঁয়া...?
সারা রাত বাসরের টানে হাওয়ার দোলায়
নিস্প্রভ করে সে চলে যায় আকাশের ওপারে... ?