কুসুম ঝুলন দোলে
দোলে শ্যাম রাই
শ্রাবণের রিমঝিম বোলে ।


বৃন্দাবনের মধুর প্রেম লীলা
যুগ যুগান্তরের কাহিনী হয়ে
সাজায় পাঁচ দিনের মেলা ।


নৃত্য গীতালির ছন্দে মাতে
শ্যামরাইয়ের মিলন খেলা
সবাই ভাসে খুশির জোয়ারে দিন রাতে ।


পুস্প শোভিত প্রাঙ্গণে
সাজিয়ে কত পুতুল-নাট্য
শিল্প-শৈলী আনে আপন মনের অঙ্গনে ।


পঞ্চম দিনে শ্রাবণী মেঘ ভেদ করে
আকাশ জুড়ে আসে জ্যোৎস্না প্লাবন
পূর্ণিমা চাঁদ বাঁধে রাখি-বন্ধনের জোড়ে ।।