সেই তো জননী
সর্বংসহা মাতা,  
একটু একটু করে বাড়ে  
সবুজ মন
সন্তান স্নেহে সে হয় অধীর
হোক না পক্ষীকুল, তবু সে ত্রাতা ।  


গৃহ কোঠরে ক্রমান্বয়ে বাড়ে
সবুজ মনের সবুজ টিয়া,  
মায়ের ত্যাগে সদা মন কাড়ে
ব্যাকুলতায় ভরা দু’চোখ
খাদ্য অন্বেষণের মাঝে মাঝে
মায়ার টানে আকুল হয় জননীর হিয়া ।।