ঈশান কোণ জুড়ে এল ধোঁয়াশা মেঘ
টলমল মহাদেবের জটা-জাল,
গুরু-গর্জনে কাঁপলো ধরণী
তোলপাড় হয়ে উঠল মহাকাল ।


ওলট-পালট হয়ে গেল বনরাজি
ধুলায় আঁধার-ঘেরা এক দানবে,
উড়ল ঘরের চাল ভাঙল গাছের ডাল
সংকট দানা বাঁধল ভীত জনমানবে ।


অতঃপর অনেক উথাল-পাথালের শেষে
যখন থামলো ঝড়, নামলো বৃষ্টি,  
শান্ত হল মন, শান্ত হল ধরণী
তখনই জন্ম নিল এক নতুন সৃষ্টি ।।
         ******