ধুম্র জটাজালে ছেয়েছে আকাশ
গুমরে কাঁদে বারুদে ভরা বাতাস ।
মেঘের ডমরু বাজে ডুম ডুম ডুম
ঈশান কোণে দাপিয়ে বেড়ায় বুম বুম বুম ।
ঝন ঝন শব্দে কাঁপিয়ে আসে চারিধার
উঠল তুফান ধূসর ধোঁয়ায় ধরণী ছারখার ।
ভাঙলো কত ঘরের চাল
মড় মড়িয়ে গাছের ডাল,
উথাল পাথাল এদিক ওদিক
থামল শিবের নাচন ধিক ধিক ।
টুপ টাপ বৃষ্টি-ফোঁটার পরশ
শীতল হয় মনের হরষ ।
কালবোশেখি জানায় আগাম আমন্ত্রণ
নতুন বছরের প্রাণ-সুধার নিমন্ত্রণ ।।