অনন্ত খোলা আকাশের বুকে


এক টুকরো কালো মেঘ আমি,


ছুটে বেড়াই দিগ থেকে দিগন্তে


ভালোবাসার গভীর উপলব্ধিতে এক অন্তর্যামী ।



গরবিনী হয়ে এক অনন্য প্রত্যাশায়


সবটুকু শান্তি বরিষ ধারায় ঝরে প্লাবনের পুলকে,


সংমিশ্রিত অসংখ্য রাগ-রাগিণীরা


বেজে ওঠে একই সুরে অপরূপ ঝলকে ।



ঝিকিমিকি নক্ষত্রদলের খুনসুটি আর হাসির মাঝে


মানি না কোন বাধা, হারিয়ে চলি মনে পুষে রাখা বীতরাগে,


চলছি তো চলছিই, হবে না এ পথের শেষ


ফিরবো না হয়তঃ আর কোনোদিন পুরানো বেদনায় ঘেরা অনুরাগে ।



তবু আশায় নতুন করে বাঁচার স্বপ্নে


বিরহী এ মন ভাসে ভালোবাসার ডোরে,


রাতের আঁধার কেটে আসবে নতুন ভোর


আকাশ কুসুম রইবে পড়ে আঁধারের মলিন ঘোরে ।।



                   *****