জীবিকা নির্বাহে চলছে চাষি  
খড়ের গাদা নিয়ে
দুলকি চালে চলছে বলদ  
বিরাট বোঝা বয়ে ।


খড়ের বোঝায়
ছাইবে চাল কত নরনারী
অবলা প্রাণীর খাদ্যাভার  
বইছে তারা ঝরিয়ে ঘামের বারি ।


রোদে ঝলসানো দেহ
তবু নেই তো বিরাম
ঘরে ঘরে পৌঁছাবে
খড়ের বোঝা নিত্য অবিরাম ।


বেলা শেষে ফিরবে ঘরে
নিয়ে সারাদিনের পরিশ্রমের কড়ি
বলদ দুটি রেহাই পাবে
সাঁঝের বেলায় দিয়ে গড়াগড়ি ।।