পরিবর্তনের দামামা বেজে চলেছে সেই আদি অনন্তকাল থেকে
মানুষ চেয়েছে এই হাওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাস,
প্রকৃতির মাঝে খুঁজে  পেতে চেয়েছে  অনাবিল আনন্দ
উন্মুক্ত আকাশে ছড়িয়ে দিতে চেয়েছে প্রাণের উচ্ছ্বাস।


কিন্তু মানুষ পেয়েছে কি সমুদ্র-গভীর শান্তি ?
তবু অনন্ত আশা নিয়ে বাঁধে বুক,
হয়তো পাবে মনের  অকুলপাথার প্রশান্তি
হয়তো পাবে প্রাণের স্বপ্ন সুখ।


বন্ধ হবে ঝগড়া বিবাদ, বন্ধ হবে অশান্তি
মুক্ত হয়ে বাঁধবে হাতে হাত, বাঁচবে পাশাপাশি,
উদারকণ্ঠে বলবে ‘আমরা ভালো আছি’
পাখির কলকাকলি ফোটাবে মুখে নতুন হাসি।।
                      ******