কবিতাগুলি ছড়িয়ে দিলেম
তোমার এলোচুলে
কালবোশেখী চমক দিয়ে
উড়িয়ে দিল নীলাকাশে ভুলে,  
হাসির ঝর্ণা বইয়ে তুমি
করলে রঙিন সপন মাত
এক পলকে ছুটে এসে
ধরলে আমার দুটি হাত,  
ফিসফিসিয়ে বললে কানে
জমানো শত ভালোবাসার সুর  
বৃষ্টি হয়ে রিমঝিমঝিম করে
ছড়িয়ে গেল দিগন্তে বহু দূর,  
ছন্দে ছন্দে নূপুরের বোলে
লাবণ্যমাখা স্মৃতির পাতা            
চোখের তারায় মায়ার খেলায়
কবিতাগুলি অমোঘ নন্দিতা ।