কতকগুলি শব্দের বন্ধনে
গড়ে উঠেছিল কবিতার মালা,  
ভরেছিল বসন্ত প্রেমের মায়ায়
উড়ে আসা এক মুঠো রোদ্দুর ।  
সহস্র রাগরাগিণীর সংমিশ্রণে
বেজে উঠেছিল নব ঐক্যতান,
মায়াবী চন্দনের সুগন্ধে
কেটেছিল মন-মেঘের ঘনঘটা ।
রোমান্টিক বৃষ্টির রিমঝিম তানে
অপরূপতায় ভেসে উঠেছিল কবিতা প্রেম,  
শুভ্র শিউলির মাতোয়ারা ছন্দে
দোলা দিয়ে গিয়েছিল মাতাল বাতাস ।
জানিনা কখন প্রেম এসেছিল কবিতায়
কখন জড়িয়েছিলাম প্রেম-কবিতার আলিঙ্গনে,
হয়তঃ কোন এক সুপ্ত রাতের নিভৃত জোছনাতে
গেঁথেছিল প্রেমের কথা-মালা কবিতায় ।।