কুহু কুহু রবে ডাকে কোকিল
মনোবিতানে আসে নবীন সুর,
বসন্তের রঙিন পলাশে ঘেরা আঙ্গিনায়
ভেসে যায় সে তান বহু দূর ।


কা কা ডাকে বায়স
বছর ভোর নেই বিরাম তার,
তাদের ডাকে ঘুম ভাঙে সকালে
বিরক্তিতে হয় অনেকেই জেরবার ।


জন্ম তাদের উভয়েরই পক্ষিকুলে
নয় হেলা, যাই হোক না ডাক,
বায়স করে সমাজের বহু উপকার
প্রাণের দাম তো দুই পক্ষেরই এক ।


মিষ্টি তেতো টক ঝাল
সুখ দুঃখ আলো আঁধার,
সবই মানিয়ে নেওয়া জগতের স্বভাব
চক্রাকারে নিয়ম ঘুরে আসে বারবার ।


কোকিল বাঁধে না বাসা
ডিম পারে বায়সের ঘরে,
মাতৃস্নেহে বায়স কোকিল ছানাদের
দেখায় জগতের আলো প্রাণ ভরে ।


কেহ নয় ছোটো, কেহ নয় বড়
উভয়েরই আছে সম অধিকারের প্রাণ,
দু’জনকেই দুই ভাবে প্রয়োজন মোদের
ভালোবেসে দেবো তাদেরকে মান ।।
          *******