চলে গেলে ....
জীবন-মঞ্চের নাটক সাঙ্গ করে
অনেক দুঃখ, ব্যথা, অনুরাগের স্মৃতি ভরিয়ে,
আত্মাভিমান, অন্তরের দহন নিয়ে রেখে গেলে
কতগুলি না-বোঝা কথার সন্ধি-বিচ্ছেদ,  
অশ্রুপাতে কিছুতেই যায় না ফেরানো  
স্বাভাবিক ধারাপাত নিতে হয় পড়ে,
দিন যায়, রাত আসে ....
আঁধারের পর্দা সরিয়ে
জোনাকির মৃদু আলোয়
বন-হাসনুহেনার গন্ধে আচ্ছন্ন হয়ে যায় সারা মন,
আবেগি মন হারায় শত স্বপ্নে, মিথ্যা আশায়
অনুভবে একবার যদি ফিরে পাওয়া যায়
স্মৃতি রোমন্থনের বাস্তব পরশ,  
কল্পনা যখন মুখোমুখি হয় বাস্তবের
তখন এক ঝলক দমকা হাওয়া
কানে কানে বলে যায় –
হয়ত সে আছে, আবার হয়ত নেই ।।
             *****