অন্ধকার পৃথিবীর বুকে
ক্রমান্বয়ে দৃশ্যমান হয়ে ওঠে
এক ছোট্ট আলোর বিন্দু
অজানা আলাপচারিতার পটভূমিকায়,  


ওলট-পালট করা মনের হতাশাগুলো
দীর্ঘশ্বাসে ভরা ভারী বাতাসে  
ছাই হয়ে উড়তে উড়তে  
মিশে যায় বিস্তীর্ণ আস্তরণে,

জীবন্ত স্বপ্নগুলো সমুদ্রের ঢেউ হয়ে
নৃত্যের তালে তাল মিলিয়ে
হেলে দুলে গেয়ে চলে  
নব উৎসবের ভালোবাসা-সুর,


অন্ধকার পৃথিবীর বুকে
ক্রমান্বয়ে দৃশ্যমান হয়ে ওঠে
এক নতুন সোনালী দিগন্ত
স্মৃতির শিখরের পটভূমিকায় ।।