পৃথিবী আজ ভিড়ে ক্লান্ত
উন্নতির সোপানে পৌঁছেছে মানুষ
তবু ক্রমশ: বেড়ে চলেছে ভিড়,
চারিদিকে ভিড়, শুধু অমানবিকতার ভিড় ।


অবহেলা অনাচারের চক্রব্যূহে আবৃত পৃথিবী
আবর্জনার দুর্বিপাকে নেই কোথাও ঠাঁই,
সততা হয়েছে কোনঠাসা
ভিড় বেড়েছে কুসংস্কারের আচ্ছন্নতায় ।


অন্তর্হিত হোক ভিড়ের কুয়াশা
মুক্ত হোক পৃথিবী শুদ্ধ আলোয়
শুদ্ধ হোক অনাচার, দুর্নীতি, কুসংস্কার,
নতুন দিনের যে নতুন সূর্য উঠবে
সেই সূর্যের আলোয় মুক্ত হোক ভিড়ের গ্লানি,
অবিচার-দুর্নীতি-অসত্যতার ভিড় হয়ে উঠুক আবর্জনার স্তূপ
কারণ, পৃথিবী আজ তিমিরাচ্ছন্ন ভিড়ে ক্লান্ত ।।
            *****