লক্ষ্মী-পূর্ণিমার একঢাল চাঁদ
উঠেছে আকাশ জুড়ে
অপরূপা সাজে মা এসেছেন
লাল বেনারসিতে মুড়ে ।


গহনায় মোড়ানো সারা শরীর
আলতা-পায়ে মাথাভরা সিঁদুর
ধানের শীষ, গাছকৌটো হাতে  
পদ্ম-আসনে শোভিত মাতা, রূপ-মধুর ।


বাহন তাঁর লক্ষ্মী-পেঁচা
মিটি মিটি করে চায়
সারা ঘর আলপনা আঁকে
ছাপে ছাপে ভরে যায় লক্ষ্মী-পা’য় ।


মাতৃ-বন্দনায় সর্বজন আজ
‘রেখো দুধে-ভাতে’ জানায় প্রার্থনা
বিরাজিত দেবী ঘর আলো করে
জানায় সবার মঙ্গল কামনা ।।