হরকা বানে, চারিধারে ভরা থৈ থৈ জলে,
ভয়ে কাঁপছে ছোট্ট খোকন ডুবে সে যাবে অতলে ।
শিউরে উঠে ভয়ের কাঁটায় কেঁপে ওঠে তার বুক,
পিঠেতে স্কুলের ব্যাগের বোঝা, ফ্যাকাসে হয় মুখ ।


হঠাৎ কোথা হতে এলো এক দেবদূত সেথায়,
কাঁধে তুলে নেয় বালককে, পৌঁছে দেবে সে গন্তব্যে হেথায় ।
অসহায় খোকন পেলো মানবতা, আশা ও ভরষা,
ঈশ্বর পাঠিয়েছেন তার তরে, ঘুঁচাবে তার  নিরাশা ।।