তোমার কোলে যেদিন দেখেছিলেম
পৃথিবীর প্রথম আলো
সেদিন থেকেই পেয়েছি
তোমার সব কিছু ভালো,
বক্ষ মাঝে গচ্ছিত রেখেছি
তোমার স্নেহের পরশ
অতল সমুদ্রের ঢেউয়ের ন্যায়
অফুরন্ত উচ্ছ্বাস-হরষ,
সর্বসহা জননী আমার
সর্বক্ষমা সর্বত্যাগের প্রতিমূর্তি তুমি মা
অজস্র রামধনু রং ছড়িয়ে  
সারা জগতে তোমার নেই কোন তুলনা,
হৃদপিণ্ডের স্পন্দনে বাসা বেঁধেছে
গভীর আত্মপ্রত্যয়ের দিশা  
সযত্নে তুমি শিখিয়েছ যেটা
শিক্ষার আঙিনায় তৃষা,  
খাদের কিনারায় পড়ে যেতে যেতে
আপ্রাণ ধরি তৃণের মূল
তোমার আশীর্বাদে বেঁচে যাই শুধু
তোমার কোলে ফিরে যেতে আজও আকুল ।।  


(মাতৃ-দিবসে মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ)