মেঘের মালায় করবো বরণ
সাঁঝ-বেলার বৃষ্টি
আঁধারে ঘেরা বনছায়ায়
মন-হরণ সৃষ্টি,
আলেয়ার মরীচিকার বিহ্বলতায়  
হিংসুটে বৃষ্টির বীতরাগ                                      
লুকোচুরির স্পর্শে হারিয়ে ফেলি
সুরের মেঘমল্লারী অনুরাগ,
ঝমাঝম ঝম ঝমাঝম ঝম
জানিয়ে দিল বৃষ্টির দাপট
মেঘ-বৃষ্টিতে ডুবিয়ে শরীর
ভিজিয়ে দিল জলের ঝাপট,
ওড়না উড়িয়ে কাছাকাছি এসে
ঘন কালো সুখ-ছবির কথা শুনি    
ছেঁড়া মালার ফুল বুকে তুলে আবার
মন হরণের দিন গুনি ।।