মেঘেরাও কথা বলতে জানে
কান পেতে শোনো তার স্পন্দন
মেঘেরাও ভালবাসতে জানে
অনুভব করতে শেখো তার নন্দিত নন্দন ।


নব ফুল-গাঁথায় মনের মালা হয়ে সে
গোধূলির শেষে উড়ে আসে ছন্দপতনের আবেশে
অসীম গগনে স্বপ্নের বিলাশে
বিভোর প্রেমে গভীর নিবেশে ।

ঘন কাজল চোখে ধূসর রঙের ছোঁয়া লাগিয়ে
যায় সে আবার সুদূরে বয়ে, সঞ্চিত ব্যাথা হারিয়ে
অফুরন্ত আনন্দে সুছন্দের তালে তালে
সব বাঁধা পেরিয়ে সুমিষ্ট আলিঙ্গনে দু’হাত বাড়িয়ে ।


মেঘেরাও কথা বলতে জানে
কান পেতে শোন তার স্পন্দন
মেঘেরাও ভালবাসতে জানে
অনুভব করতে শেখো তার নন্দিত নন্দন ।।