ক্ষণজন্মা মানবতার প্রতীক, আলোর জ্যোতি
গড়েছিল নবজাগরণের ইতিহাস বাংলা তথা ভারতবাসীর হৃদয়ে মননে
প্রজ্বলিত জ্ঞানের শিখা দেখিয়েছিল নতুন পথের গতি
মানবতাই পরম ধর্ম, বরিষ ধারায় স্নাত হয়েছিল সকল জনমনে ।


বিজয়গর্বে মুখরিত চারিধার, সুললিত সেবার কর্মে
জেগেছিল বিবেকের বাণী, অনুরণন প্রতিটি ঘরের কোণে
শান্তির দূত, ঘুচিয়ে আঁধার হিংসা-দ্বেষ মর্মে মর্মে
দেশপ্রেমী মানবপ্রেমী মহামানব বিশেষণে বিকশিত আজও সব জনে ।।
   ***


(আজ মহামানব, প্রখ্যাত মানবপ্রেমী চিকিৎসক, পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন । আজকের দিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী) ।।
    ***