পয়লা মে, মহান মে দিবস
আট ঘণ্টা কাজের দাবিতে
শ্রমিকদের প্রতিবাদ গর্জে উঠেছিল
রাজপথে নেমে এসেছিল আন্দোলন ।


দিনরাত অবিরাম কর্ম-ক্লান্তরা
হয়েছিল ক্রীতদাসের শিকার
বিনা পারিশ্রমিকে অমানুষিক অমানবিক আচরণে
তাঁদের পিঠ ঠেকে দাঁড়িয়েছিল দেওয়ালে ।


চলেছিল শ্রমিকদের সীমাহীন কর্ম-শিকার
শোষণ, নিপীড়ন, অকাল মরণ
চলেছিল শৃঙ্খল-বন্ধন থেকে মুক্তির স্বাদ
মানবিকতার সাথে সাম্যবাদ ।


১৮৮৬ সাল, আমেরিকার শিকাগো শহর
শ্লোগানে শ্লোগানে সোচ্চার হয়ে উঠেছিল চারিধার
গর্জে উঠেছিল বন্দুকের নল
লুটিয়ে পড়েছিল দেহগুলি, রাস্তায় বয়েছিল শ্রম-রক্তস্রোত ।


পয়লা মে, মহান মে দিবস
অনন্ত শ্রমের প্রতিবাদে
মঞ্জুর হয়েছিল আট ঘণ্টা কাজ সম্বলিত
শ্রমিকদের বিশ্ব শ্রমিক দিবস ।