মোহময়ী মেঘের আড়ালে
আবছা মুখ মানেনা কোন বাঁধ
কালো উড়নির ভাসমান যাদুতে  
জেগে ওঠে মোহময়ী অমাবস্যার চাঁদ,


প্রেমের জালে আবদ্ধ অভিসারিণীর
লুকোচুরি খেলা চলে বিস্তৃত দিগন্ত-রেখায়
মৃদু-মন্দ বাতাসের গতিপথে
দেহ ভাসায় অস্পষ্ট রূপ-ছায়ায়,


আকাশের অদৃশ্য তারার দল
স্বর্গ থেকে অবলোকন করে মেঘ-চাঁদের খেলা
ভালোবাসায় ভরিয়ে তোলে
রূপকথা-দেশের মেলা,


হঠাৎ ফুটন্ত হাওয়ায় লাভার স্তর
ঘনীভূত হয় যাদুভরা উড়নির আচ্ছাদনে
অভিসারিণী হারিয়ে যায়
স্পর্শকাতর রাতের কাঁপনে,


প্রতীক্ষায় থাকি যদি দেখা যায়
আবার মোহময়ী অমাবস্যার চাঁদ
ফিরে আসবে লাবন্যমাখা ভালোবাসা
ফিরে পাব মোহময়ী রাত ।।