বাইরের জঞ্জাল ধুয়ে মুছে করা যায় পরিষ্কার,
কিন্তু ভিতরের জঞ্জাল  থেকে যায়
মনের গভীর অরণ্যের  মাঝে ।  
অরণ্যের বাঁকে-বাঁকে জমা জঞ্জাল
বয়ে নিয়ে চলে হাজারো গ্লানি,
অন্তরের মলিনতায় রূপান্তরিত সেই সব
অদৃশ্যমান জটিল পরিস্থিতিগুলো
একত্রিত হয়ে বাসা বাঁধে অন্তর্দ্বন্দ্বে।
অলীক স্বপ্নে বিভোর হয়ে থাকা অন্তর্দ্বন্দ্ব
মানবিকতার স্নিগ্ধ পরশের অপেক্ষায় থাকে
যদি তার ছোঁয়ায় পাওয়া যায় দ্বন্দ্ব থামার ঝড়।  
যদি স্তূপীকৃত জঞ্জাল ধুয়ে মুছে সাফ হয়ে
রক্ত-মাংস-হীন কঙ্কালের সারি দৃশ্যমান হয়
অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসবে
এক সমুচিত স্বস্তির নিঃশ্বাস।
গতিপথে সুস্থ হয়ে উঠবে জনজীবন
সমাজ হয়ে উঠবে যথার্থ,
জঞ্জাল-মুক্ত সুন্দর বিবেক বোধের প্রকাশে
হেসে উঠবে আকাশ বাতাস বনরাজি,
মানুষের উদয় হবে হুশ
বাইরের আবর্জনার সাথে
মুক্ত হবে মনের জঞ্জাল।।