মেঘে ঘেরা আকাশ
তার ফাঁকে...  
বাঁকা একফালি চাঁদ
লুকোচুরি খেলে চলে
মনের অগোচরে,
চলে যাওয়া বসন্তের  
এক ঝলক বাতাসে
উড়ে আসা ধুলো-বালিগুলো
ঝাপসা করে দেয়
পূবের জানালার কাঁচ,  
ছিটেফোঁটা বৃষ্টির ছাঁটে
ভিজল চোখের পাতা
বিদ্যুতের চমকে –
সারা শরীরে শিহরণ
বুকে ভারী পাথর,  
আকাশের রক্তরাগ সরে যায়  
পলাশ-বেলি-জুঁইয়ের গভীর প্রণয়ে
উড়ন্ত-ধুলো বৃষ্টির জলে
ধুয়ে মুছে সাফ হয়ে সাজিয়ে তোলে
নতুন ভোরের নতুন মনের স্বপ্ন ।।