মরুতে চলে তারা সারি সারি,
বালিতে থাকে তারা, সেথাতেই ঘর বাড়ি।
কভু হয়না যে ক্লান্ত মরুর এ বন্ধু,
শত কষ্ট সহ্য করে তারা করুণার সিন্ধু।


পিঠে কুঁজ লম্বা গলা নেড়ে সম্ভাষণ জানায় খুশি মনে,
নিয়ে চলে বালুস্তর ভেঙে জনে জনে।
জুলজুল ছোটো চোখ দুটি বলতে চায় কত কথা,
কেউ কি বোঝে তাদের মনের শত ব্যথা ?
            ***