সূর্যের রক্তিম আলোয়
উজ্বল বুদ্ধিদীপ্ত রূপ নিয়ে
একটু একটু করে
কালের অমোঘ নিয়মে বেড়ে ওঠা
সে শাশ্বত নারী ।
কন্যা জায়া জননী
মাতৃসমা দেবী রূপিনী ।
শুরু হবে পথ চলা, জীবনের প্রতি ছন্দে
কখনো মধুরতা, কখনো বাধা বিপদ তারিণী
দেখে নতুন স্বপ্ন, নতুন বোধনের দিপ্ততা
বলো?বলো? কি তার পাপ ?
বাঁচতে চাওয়া কি খুবই তার অপরাধ?
কেন ? কেন ? বলি হতে হল
নির্মম নিষ্ঠুর মানবরূপী পশুদের হাতে
ধ্বংস হল নারীত্বের সতীত্বের চিহ্ন
পাপিষ্ট অধমেরা নিষ্পেষিত করলো
দেবীতুল্য শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ।
এই যে পশুরা চেয়ে দেখ
ও যে তোদের জননী, তোদের ভগিনী
তোদের জায়া, তোদের কন্যা ।
ধিক্কারে ধিক্কারে তোরা হবি জর্জরিত
মহাপাতক বিচার তোদের হবেই
মহাশক্তির কাছে ।
লজ্জায় মরমে হবে তোদেরও বলি
দিলি বোধনের আগে দেবীর বলি ?