“শিক্ষায় আসে চেতনা
চেতনায় আসে বিপ্লব”
আমাদের সমাজ তো এখন শিক্ষিত
তবু চেতনায় উদ্বুদ্ধ হয়নি মানুষ সব ।


শিক্ষা চেতনা বিসর্জন দিয়ে
দিকে দিকে বিদ্যমান নির্যাতনের আগুন  
এখনও বধূরা নির্যাতিত হয় পতিঘরে
কন্যা সন্তানের জন্ম হলে নির্যাতন দু‘গুন ।


প্রকার ভেদে নির্যাতনের উদাহরণ
বাল্যবিবাহ, অকারণ অপমান, শিশুশ্রম
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ
বৃদ্ধ কালে পিতামাতার স্থান হয় বৃদ্ধাশ্রম ।


দুর হোক নির্যাতনের বিষময় জ্বলন
কুসংস্কারে ভরা অন্ধকারাচ্ছন্ন রূপের শেষ
সমাজের অবক্ষয় রোধে
ঘটুক সমাজ চেতনার উন্মেষ ।