জীবনের ভরা ঢেউয়ে শুধু আশা-নিরাশার বালুচর  
আলো-আঁধারির খেলায় কখনো আসে সাদা, কখনো কালো,
তবু থেমে থাকে না বাস্তব সমরের গোচর
হাজারো নক্ষত্রের মাঝে দেখা যায় বাস্তবতার আলো ।


নৈরাশ্যের দোলা-চলে জীবন মাঝে শুধু হতাশার বার্তা
সত্যের পথ অনুসরণে প্রতিহত হয় অন্তরের আশার প্রতিফলন,
আলো-ছায়ার খেলায় নৈরাশ্যের ভেলায় যুক্ত হয় নূতন মাত্রা
মনের শক্তিতে জয় হয় নৈরাশ্যতা, সূচনা হয় নব জীবনের সঞ্চালন ।।