রক্ত রাঙা পদ যুগল
কণ্টাকীর্ণ পথের পাথরে
ক্ষত বিক্ষত শরীর ।

শতছিন্নতার আড়ালে
লুকিয়ে রাখা স্পন্দন
অশ্রুতে ভেসে যাওয়া দুটি নয়ন ।  

দলিত অবহেলিত ছোট্ট প্রাণ-বিন্দু
শতদলে শত-পাপড়ির বিকাশে
মাতৃক্রোড় আকাঙ্ক্ষিত পুষ্পরেণু ।

অজস্র অপমানের বর্ষণে
ক্লান্ত নয় মাতৃত্ব
জঠর কক্ষের যন্ত্রণা প্রকৃতিতে সমর্পিত ।

কালো মেঘের পর্দা সরিয়ে
পূবের শুকতারায় আগন্তুক দেখবে আলো
স্পন্দনের পরিপূর্ণতা হবে মাতৃত্বের বন্ধনে ।।