ছোট ছোট নব অঙ্কুরে
প্রস্ফুটিত মুখগুলো
আবছা হয়ে যাওয়া দিনগুলো
খেলে যায় স্মৃতির অন্দর মহলে,
অবচেতন মনের বিলাপ
ফিরে যায় ছেলেবেলার স্বরগমে
নীল আকাশে অকপট ভালবাসায়
ওড়ে রঙিন ঘুড়িগুলো,  
ভোঁকাট্টার নেশায়
কখনো ওঠা বিবাদের ঝড়
মুহূর্তেই থেমে যায়
আবার ছোটে ফানুসের আনন্দ খেলা,
হাতে হাত ধরে দুষ্টুর দল
পার হয় ধান ক্ষেতের পথ
বৈশাখী ঝড়ের তাণ্ডবে  
আম কুড়ানোর ধূসর বিকেল,
দীঘির শীতল জলে
ঝাঁপ দিয়ে জুড়িয়ে প্রাণ
দুষ্টুমির খুনসুটিতে ভিজিয়ে শরীর
গেয়েছি কত বেসুরো গান,  
ক্লান্তি বিহীন সবুজ সাথীর দল
আজ কোথায় কে জানে ?  
তবু আছে কিশলয় প্রাণে
বন্ধুত্বের রামধনুর সাত রঙে ।।