ডাকবাক্স থাকে রাস্তায় একাকি দাঁড়িয়ে
মনের অব্যক্ত ব্যাথা ছড়িয়ে,
ইন্টারনেটের ধকলে যখন ক্লান্ত গ্রাম শহর
নীরব দর্শক হয়ে সে শুধু গোনে প্রহর,
অবহেলা ভরে কেউ দেখে, কেউ দেখে না তারে
তবু নতুন আশায় দিন গোনে সে বারে বারে,
যদি ফিরে আসে সেই প্রাণবন্ত উচ্ছল দিন
যেদিন বাজবে তার স্পন্দনে অফুরন্ত মনোবীণ ।।  


***