হে কবি নজরুল
অগ্নিবীণার ঝঙ্কারে
বাজিয়েছিলে তুমি বিদ্রোহের সুর
শুনিয়েছিলে কাণ্ডারী হুঁশিয়ার,                                                                                                                                                  
জ্যোতিলেখায় চাঁদের উচ্ছলতায়
এঁকেছিলে বিভিন্ন রাগের আলাপ
একই বৃন্ত ভেদাভেদের আঙিনায়
গেঁথেছিলে এক পূর্ণাকৃতির মালা,
যে কলমের যে কালিতে তুমি
লিখেছিলে ‘শ্যামা সঙ্গীত’
সেই কলমের সেই কালিতেই
উপহার দিয়েছিলে ‘কাব্য আমপারা’,  
দুটি বৃন্তের দুটি রঙ করেছিলে তুমি
এক  রঙে একাকার
তোমার অমরত্বের অধিকারী তুমিই
তুমি হে কবি নজরুল ।।