অহংবোধ মনুষ্য সমাজের এক সামাজিক অবক্ষয়
তার কঠিন বন্ধনে হয়োনা মোহময়,
অহমিকা করে চলে সর্বক্ষেত্রে সর্বনাশ
করবে সে কুঁড়ে কুঁড়ে মানব-বিবেক নাশ ।  
দু’দিনের তরে আসা এই জগতে সবার
কেন তবে ভাবো নিজেকে সেরা বারংবার,  
ত্যাগ করো অহমিকা, জয় করো অহং-জরা
বিবেকের চেতনায় থাকুক হৃদয় ভরা ।।  

        ***