নিজের চরিত্র না দেখে, না বুঝে
অন্যের চরিত্র হননে জাগে আত্মসুখ,
পরচর্চা পরনিন্দা আপন করে
নিজের কথা বড়াই করে, অন্যকে দেয় দুখ ।  


দু’দিনের তরে আসা এই ধরাতলে
তবে কেন অন্যের প্রতি অহেতুক যন্ত্রণা ?  
যদি নিজের চরিত্রে কোনদিন লাগে কলঙ্ক
সেদিন কোথায় যাবে চারিপাশের অসহ্য মন্ত্রণা ?


অপরকে মর্যাদা দিলে তবেই পাওয়া যায় সন্মান
নতুবা ধূলায় লুটাবে মুখোশধারী বেশ,
কারও চরিত্রে দেওয়া উচিৎ নয় কালিমা
তবেই ঘটবে সমাজের শুভ-চেতনার উন্মেষ ।।  
             *****