নদীর তটে
বালু চরে বাঁধা
ছোট্ট সে  ডিঙ্গি খানি,
পথ চেয়ে বসে থাকে
কাহার তরে আঁখি-পটে ?
ঝরে অশ্রু বিহ্বলতা  
অপেক্ষা অবিরত
হৃদয় বিহঙ্গে
প্রাণের বটে ।।