ওরে ও অভিমানী মন
কেন ফিরে দেখিস অতীত-অ্যালবামের কোণ,  
জড়ানো ব্যাথা ছড়ানো টুকরো কথায়
ভরেনা যন্ত্রণা, পুরানো ডাইরি সেথায়,
হৃদয়ের কুরে কুরে খাওয়া বেদনায়
আচ্ছন্নতার ঘোরে কি খুঁজিস, কোনো মন্ত্রণায় ?

ঋতু বদলের ক্ষণে ওঠে কালবোশেখির ঝড়
ভাঙ্গে কত নব অঙ্কুরোদগমে গড়ে ওঠা ঘর,  
তবু থেমে থাকে না কালের বিবর্তন
ঘেরাটোপের বাঁধ দিয়ে বাঁধতে হয় সে পরিবর্তন,  
ওরে ও অবুঝ মন
নতুন করে নতুন স্রোতে ভাসা প্লাবন ।।