খোরে, তুই আমার কত চেনা
কত দিনের বন্ধু বল তো ?
তোর একটা ভালো নাম আছে জানি
না-না বলবনা এখন, যদি কেউ শুনে ফেলে,  
বলব, যখন ভাসবো
তোর বুকের গভীরে,  
কান পেতে শুনবো
তোর শত সহস্র রাগরাগিণীর কলতান,  
মান-অভিমানের গল্প শুনতে শুনতে  
চুপি চুপি বলব তোর আসল নাম,
এখন শুধু ছোট্ট করে ডাকি আদরে  
আমার দেওয়া ভালবাসার নাম ।
জানিস তো ? মেঘ বড় হিংসুটে
যখনই আসি তোর কাছে
তখনই শুরু হয় তার যত খেলা,  
মুচকি হেসে কত রঙ-বেরঙের মালা গেঁথে
দোদুল দুলে একবার আসে একবার যায়,                    
তাতে বয়েই গেল আমার
আকাশ চেরা রোদের ছোঁয়ায়
তোর সাথে আমারও রঙ বদলায়,  
দূর থেকে ভেসে আসা মাঝির গানের সুরে
ছলাৎ ছলাৎ তরঙ্গ ভেসে ওঠে  
তোর সাথে আমার একাত্মতায়,  
স্নিগ্ধতায় ভরে ওঠে তনু মন
অসময়ে অবেলায় ঝম-ঝমিয়ে
কখনো নামে বৃষ্টি ।
বল, তখন কে পায় তোকে আর আমাকে ?
রাধাছুড়া-কৃষ্ণচূড়ার আলিঙ্গনে হারিয়ে যাই দু’জনে,
দাপিয়ে বেড়ানো বিদ্যুতের কড়কড়ানিতে
শিরশিরানি ভয়ে ডুবে যাই তোর অতলে,  
বৃষ্টি শেষে আকাশ জুড়ে ওঠে সাতরঙা রামধনু
তার ছায়া পড়ে তোর বুকে
দু’চোখ জুড়িয়ে দেখি রামধনু মাখা
তোর কাঁপা কাঁপা মিষ্টি ছবি,  
শাপলা দল ছলছলিয়ে এসে
জোটে আশেপাশে তোর আমার,  
ঘনিয়ে আসে সাঁঝের আঁধার
কনে দেখা ম্রেঘে জানাই বিদায়,
আবার আসবো ফিরে এমন মধুর লগনে  
থাক ভাল জলঙ্গি, তুই তোর ভাল নামের সুধা নিয়ে ।